Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মন্ত্রণালয় সম্পর্কিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (এমপিইএমআর), বাংলাদেশ-এর পক্ষ থেকে স্বাগতম। 

এমপিইএমআর মন্ত্রণালয়-এর দুটি বিভাগের নেতৃত্বে দুটি পৃথক বিভাগ/সচিবালয় রয়েছে। বিদ্যুৎ বিভাগ প্রচলিত, অ-প্রচলিত এবং  জলবিদ্যুৎসহ অন্যান্য জ্বালানি উৎস-এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ সংক্রান্ত সকল বিষয়ে নীতি-নির্ধারন ও  বাস্তবায়নের দায়িত্ব পালন করে। পাওয়ার সেক্টর বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন এবং বিতরণ – এই তিনটি কাজের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বিদ্যুৎ বিভাগের  ছয়টি (৬) উৎপাদন, একটি (১) সঞ্চালন এবং পাঁচটি (৫) বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি পাওয়ার সেল বিদ্যুৎ বিভাগের  "পরামর্শক প্রতিষ্ঠান"  হিসাবে কাজ করে প্রয়োজনীয় আইন, বিধি ও নীতিমালা তৈরিতে সহায়তা প্রদান করে থাকে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ (স্রেডা) টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, সম্প্রসারন ও এ সংক্রান্ত কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য একমাত্র প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে। 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি আমদানি, বিতরণ, অনুসন্ধান, আহরণ, মূল্য নির্ধারনসহ প্রাথমিক জ্বালানি সম্পর্কিত নীতিমালা নিয়ে বিশদাকারে কার্যক্রম চালায়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তেল, গ্যাস এবং কয়লা সম্পর্কিত পৃথক তিনটি (০৩) প্রতিষ্ঠান রয়েছে।   

মূলতঃ বাংলাদেশ তৈল-গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা), এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তৈল, গ্যাস এবং কয়লা সম্পর্কিত বিষয়গুলি দেখাশোনা করে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জ্বালানি অনুসন্ধান ও আহরণ করার কাজ করে আসছে। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি  লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড,  পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড., কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। পেট্রোলিয়াম কর্পোরেশনের ৩টি প্রধান বিতরণকারী প্রতিষ্ঠান হচ্ছে পদ্মা, মেঘনা ও যমুনা। পেট্রোবাংলার অধীনে বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড সরকার নিয়ন্ত্রিত গ্যাস ক্ষেত্রগূলো পরিচালনা করে থাকে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড  (জিটিসিএল) এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) যথাক্রমে গ্যাস সঞ্চালন ও বিতরনকারী প্রতিষ্ঠান।  

দেশে কয়লা খাতে প্রধানতম ভুমিকা পালনকারী বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল), যা দেশের একমাত্র  সক্রিয় কয়লা খনি। এ ছাড়াও, এই বিভাগের অধীন ভূতাত্ত্বিক জরিপ (জিএসবি), বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন (বিএমডি),  মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি, বিস্ফোরক বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে।